বিপিএলের লিগপর্বের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ২৪ রানে হেরেছে ফরচুন বরিশাল। চিটাগংয়ের এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে নেমে গেছে রংপুর রাইডার্স। প্রথম আট ম্যাচে আট জয় পাওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটর। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ৭৫ রানে ভর করে ৪ উইকেট ২০৬ রানের সংগ্রহ পায় চিটাগং কিংস। দলটির হয়ে হায়দার আলী ৪২ রান করেন। এ ছাড়া ৩০ রান আসে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে।
২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দাভিদ মালানের ৬৭ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানে ভর করে বরিশাল থামে ৭ উইকেটে ১৮২ রানে। চিটাগংয়ের হয়ে বিনুরা ফার্নান্দো ও আলিস আল ইসলাম দুইটি করে উইকেট নেন।
