সান্তোসে ‘রাজপুত্র’ নেইমারবরণ
‘রাজপুত্র’ নেইমার জুনিয়র ফিরলেন ঘরে। সুপারস্টারকে ফিরে পেয়ে উচ্ছ্বাসের বন্যায় ভাসল পুরো সান্তোস! ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ স্লোগানে মুখরিত ভিলা বেলমিরো আবেগ আর উৎসবের মিশেলে বরণ করে নিল নেইমারকে। ‘রাজপুত্র’ হয়ে শৈশবের ক্লাবে প্রত্যাবর্তনে নেইমার যেন বনে গেলেন রাজা। ব্রাজিলিয়ান ক্লাবটির এখন সবচেয়ে তারকা তিনি। দেশটির সবচেয়ে দামী ফুটবলারও নেইমার। প্রাণ ভোমরা হয়ে সান্তোসে গড়লেন…
